• আজ শুক্রবার দিনব্যাপী উদযাপিত হচ্ছে ফেনী ইউনিভার্সিটি দিবস। সকালে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিবস উদযাপনের সূচনা করে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা, সাংস্কৃতিক আয়োজন।
    সকালে শহরের বারাহীপুরে ইউনিভার্সিটি প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
    ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীরা পড়া-লেখার মাধ্যমে জাতীয় উন্নয়ন করবে, অভিভাবকদের আশা পূরণ করবে।
    ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো তৈরি হওয়ায় বাইরের দেশে গিয়ে পড়াশুনা করার প্রবণতা বন্ধ হচ্ছে।
    সভায় আরও বক্তব্য রাখেন- ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ.এস.এম আবুল খায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হারুন আল রশিদসহ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ।