• ফেনী ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যবসা প্রশাসন অনুষদের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। আজ ৬ জুলাই থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। 

    আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান ও পরিষেবার পর্যবেক্ষণ, পরামর্শ এবং রিপোর্ট করবে। উচ্চশিক্ষার মানোন্নয়ন এর প্রধান লক্ষ্য। এর কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষাগত ও প্রশাসনিক উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও প্রয়োগ, শিক্ষার্থী, চাকরিদাতা ও স্টেকহোল্ডারদের মতামত সংগ্রহ, মানসংক্রান্ত তথ্য উপস্থাপন ও কর্মশালা আয়োজন এবং সার্বিক মানোন্নয়নের জন্য তথ্য সংগ্রহ ও কর্মপন্থা নিরূপণ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুণমান প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার সুশাসন ও সর্বোত্তম ব্যবস্থা অনুশীলনের মাধ্যমে বিশ্বায়িত পরিবেশে উচ্চশিক্ষার অংশীজনদের নির্ভরতা অর্জনই আইকিউএসি’র মিশন।

    ফেনী ইউনিভার্সিটিতে আইকিউএসি’র কার্যক্রম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক স্তরে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।