• মাস্টার্স প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের স্কলারশিপ পেয়েছেন ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. ইসমাইল সিদ্দিকী ইমন। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের মর্গান স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডভান্সড কম্প্যুটিংয়ে মাস্টার্স প্রোগ্রামে তিনি এই বৃত্তি লাভ করেন।
    ইসমাইল সিদ্দিকী ইমন ফেনী ইউনিভার্সিটির ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে তিনি ওই বিভাগে ল্যাব টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন।
    তিনি মর্গান স্টেট ইউনিভার্সিটিতে এমএসসি পড়ার পাশাপাশি গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করবেন। ২০২৩ সালের জানুয়ারিতে স্প্রিং সেশনে তিনি সেখানে যুক্ত হবেন।